নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ জুন ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ   |   ৮৯৯ বার পঠিত
নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা প্রেসঃ

নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারত যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বুধবার রাতে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে নরেন্দ্র মোদি। এসময় তিনি ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।