সীতাকুণ্ডের বাড়বকুণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে যুবক সাদ্দাম ব্যাতিক্রম উদ্যোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৭ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
সীতাকুণ্ডের বাড়বকুণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে যুবক সাদ্দাম ব্যাতিক্রম উদ্যোগ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ-

 


 

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড রেজাউল করিম সাদ্দাম নামে এক যুবক এলাকায় সকল ধর্মের বাসিন্দাদের মধ্যে সামপ্রদায়িক সম্প্রীতি  অটুট রাখতে কয়েক বছর ধরে ব্যতিক্রম কার্যক্রম চালিয়ে আসছেন। তাঁর প্রসংশায় পঞ্চমুখ এলাকার সবার মুখে মুখে।


বাড়বকুণ্ডের বাসিন্দা হারাধন নন্দী মাষ্টার জানায়, রেজাউল করিম সাদ্দাম এলাকার সনাতন ধর্মাবলম্বী ও বড়ুয়াদের কয়েক বছর ধরে সার্বিক সহযোগীতা ও সবসময় ভালমন্দে খোজখবর নিচ্ছেন,পুজা,বিয়ে শাদী,চিকিৎসা সহ আর্থিক সহযোগীতা করে আসছেন। এবারও বাড়বকুণ্ডের ৬টি পুজা মন্ডপে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার পাকা অনুদান দিয়েছেন তিনি। তাকে সৃষ্টিকর্তা দীর্ঘ হায়াৎ দান করুক।


রেজাউল করিম সাদ্দাম সনাতন ধর্মাবলম্বী হিন্দু ও বড়ুয়াদের ধর্মীয় অনুষ্ঠানে,চিকিৎসায়,বিয়ে শাদীতে অনুদান দেয়ার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,উদ্দেশ্য হল আমি চাই আমাদের এলাকায় সকল ধর্মের লোকদের সাথে সাম্প্রতিক সম্প্রীতি ভাল থাকুক,আমরা সবাই ভাই ভাই। আমাদের বাপ দাদারা তাদের সাথে মিলে মিশে ছিল,আমরাও থাকতে চাই,সকলের দোয়া চাই। অর্থ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তিনি ব্যবসা করেন,তাছাড়া তাঁর বড় ভাই ইটালী বিএনপি নেতা মোঃ মামুন ইটালী প্রবাসী, বাস্তবে তিনিই টাকা পাঠান এসব সামাজিক কাজে ব্যয় করার জন্য,উদ্দেশ্য  ভাল থাকতে দোয়া চেয়ে। গতকাল বাড়বকুণ্ড বিভিন্ন পুজা মন্ডপে অনুদান বিতরণকালে  আলাপকালে তিনি  একথা বলেন।


অনুদান বিতরণ কালে সকল  উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী মোঃ সেলিম উদ্দিন, উপজেলা মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক মো: ফখরুল ইসলাম, বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো: শাহাদাৎ হোসেন, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো:জাফর, ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আহসানউল্লাহ বাচা, বাবু হারধন নন্দী মাষ্টার,বিভিন্ন মন্দিরের সভাপতি,সা,সম্পাদক বাবু কালি নারায়ন ভারতী,বাবু সত্য নারায়ন ভারতী,মিঠুন দে,অন্জয় শীল,সন্জয় কান্তি দাশ, নিলয় সাহা,নিদুরবন জলদাশ,প্রদীপ জলদাশ,চন্দ্রনাথ জলদাশ,প্রসনজিৎ দাশ,বিক্রম পাল,বাবু সুজন কর সহ প্রমুখ নেতৃবৃন্দ।


সার্বিক সহযোগিতায় ইতালি প্রবাসী বিএনপি নেতা মোঃ মামুন হোসেন কে অভিনন্দন জানান সনাতন ধর্মাবলম্বীগন।