ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে গাঁজা সহ ১জন গ্রেফতার 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ মার্চ ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ   |   ৯৪ বার পঠিত
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে গাঁজা সহ ১জন গ্রেফতার 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
 


ময়মনসিংহের  জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই(নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরঝাউগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে ১০ মার্চ  সোমবার  ০১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়া (৪৬), পিতা মৃতঃ আব্দুল আলী, মাতা-মোছাঃ আয়েশা খাতুন, সাং-চররঘুরামপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে  গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়। 
 

উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে  কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।