শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান: ৬ জেলে আটক ও ৮ লাখ টাকার জাল জব্দ

প্রকাশকালঃ ২২ অক্টোবর ২০২৪ ০৮:৫৩ অপরাহ্ণ ৪৮৯ বার পঠিত
শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান: ৬ জেলে আটক ও ৮ লাখ টাকার জাল জব্দ

ঢাকা প্রেস
শরীয়তপুর প্রতিনিধি:-

 

শরীয়তপুরের গোসাইরহাটে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করা হয়েছে। এছাড়া, প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জালসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।
 

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীতে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
 

জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম জানান, মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।