বাফুফের নির্বাচনে অংশ নেবেন না সালাহউদ্দিন

প্রকাশকালঃ ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৬:১২ অপরাহ্ণ ৪২৮ বার পঠিত
বাফুফের নির্বাচনে অংশ নেবেন না সালাহউদ্দিন

ঢাকা প্রেস-

 

টানা চার মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব পালন করা কাজী সালাহউদ্দিন আগামী ২৬ অক্টোবরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। 

এই দীর্ঘ সময়ে বাংলাদেশের ফুটবলকে প্রত্যাশিত মানের ধারে কাছে নিয়ে যেতে তো পারেননি, বরং তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা হয়েছে। বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ সালাহউদ্দিনের পদত্যাগের দাবি তোলে। পদত্যাগের দাবি তোলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলামসহ সাবেক আরও অনেক ফুটবলার। কিন্তু তা সত্ত্বেও পদ ছাড়তে নারাজ ছিলেন সালাহউদ্দিন।

বিদায় বেলায় বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ায় খানিকটা তৃপ্ত তিনি। বলেন, চার টার্ম বাফুফে সভাপতি হিসেবে কাজ করেছি। এজন্য আমি সৌভাগ্যবান। কিছুদিন আগে সাফ অ-২০ চ্যাম্পিয়ন হয়েছে। এজন্য ভালো লাগা কাজ করছে।