মোঃ আলমগীর হোসাইন,জেলা প্রতিনিধি (জামালপুর):-
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মাদারগঞ্জে বিএনপি মাঠ পর্যায়ে ভোট প্রার্থনা শুরু করেছে।
রবিবার সকালে কড়ইচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ২নং ওয়ার্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন সুরুজ, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মাষ্টার, সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ মান্নান, সাধারণ সম্পাদক মোবারক হোসেন নান্টু মেম্বার, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান নয়ন, ধর্ম বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম আলো, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সদস্য তৌহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়া, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক এস এম সবুজ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. মজনু মিয়া, ইউনিয়ন যুবনেতা আব্দুল হালিম, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মতিউর হাসান ফজলু, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোজাম্মেল হক মোজা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রার্থী মো. আলমগীর হোসেন হৃদয়সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান বলেন,
"আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেলান্দহ-মাদারগঞ্জ থেকে মোস্তাফিজুর রহমান বাবুল ভাইকে জনগণের ভোটে সংসদে পাঠাতে আমরা মাঠে নেমেছি। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করেছি।"