১০ মার্চ থেকে রাজধানীর ৩০ স্থানে গরুর মাংস মিলবে ৬০০ টাকায়

প্রকাশকালঃ ০৪ মার্চ ২০২৪ ০৪:০৯ অপরাহ্ণ ১৬২ বার পঠিত
১০ মার্চ থেকে রাজধানীর ৩০ স্থানে গরুর মাংস মিলবে ৬০০ টাকায়

মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, রমজান উপলক্ষে ১০ মার্চ থেকে ঈদ পর্যন্ত রাজধানীর ৩০ স্থানে গরুর মাংস ৬০০ এবং খাসির মাংস ৯০০ টাকা কেজি হিসেবে বিক্রি করা হবে।

 

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ড্রেসিং করা মুরগির (ব্রয়লার) মাংসের কেজি ২৮০ টাকা। ডিম ১০ টাকা ৫০ পয়সা করে ট্রাকে বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সক্ষমতা বাড়লে সারা দেশে এই দামে পণ্য বিক্রি করবে সরকার

 

সারাদেশে বাজার দর ঠিক রাখতে ডিসিদের প্রতি আহ্বানও জানান  প্রাণিসম্পদমন্ত্রী। ঈদের আগের দিন পর্যন্ত হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রি চলবে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকার বাইরে ন্যায্যমূল্যে বিক্রি করার তাগিদ আছে। ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন না।