রায়ের কপি আজ বা আগামীকাল সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাবে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৫ ০১:১৮ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
রায়ের কপি আজ বা আগামীকাল সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাবে

জুলাই মাসে সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের অনুলিপি আজ বা আগামীকাল সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে। রায়টি পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়, ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কার্যালয়ে।
 

এছাড়াও রায়ের কপি প্রদান করা হবে মামলার সাজাপ্রাপ্ত রাজসাক্ষী ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।
 

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় মঙ্গলবার সমকালকে জানায়, মোট ৪৫৩ পৃষ্ঠার এই রায়ের অনুলিপি আজকালের মধ্যে প্রেরণ সম্পন্ন হবে।
 

উল্লেখ্য, এর আগে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। একই রায়ে রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।