চলো যাই #যুদ্ধে, মাদকের #বিরুদ্ধে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ অক্টোবর ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ   |   ২৭ বার পঠিত
চলো যাই #যুদ্ধে, মাদকের #বিরুদ্ধে




মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। অদ্য ২৮ অক্টোবর ২০২৫ তারিখ মধ্যরাত পর্যন্ত কুমিল্লার মুরাদনগরে আইন-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী যৌথভাবে টহল ও অভিযান পরিচালনা করে।
 

🔹 ১. নবীপুর (পূর্ব) ইউনিয়ন, বাখরনগর এলাকা:
এক দম্পতি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এবং জনশান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী হালিমা বেগম নামের এক ব্যক্তিকে ২০০ টাকা অর্থদণ্ড১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।

 

🔹 ২. নবীপুর (পশ্চিম) ইউনিয়ন, উত্তরপাড়া এলাকা:
এক দম্পতির মাদক ব্যবসায় জড়িত থাকার খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আকলিমা আক্তার নামের এক নারীর পার্স থেকে ৭৮ পিস ইয়াবামাদক বিক্রির নগদ ৬৫,৪২০ টাকা জব্দ করা হয়।
আটককৃত আকলিমা আক্তার ও তার পলাতক স্বামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা, মুরাদনগর থানাকে নির্দেশ প্রদান করা হয়েছে।

 

👉 জনস্বার্থে যৌথ বাহিনীর এ ধরনের পেট্রোলিং ও অভিযান অব্যাহত থাকবে।