ঢাকা প্রেস নিউজ
রাজধানীতে যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অভিযান চালিয়ে গত শনিবার ৭৩৪টি ট্রাফিক মামলা করেছে এবং প্রায় ৩১ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই মামলাগুলো করা হয়। এছাড়াও, ৬৪টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ৩৫টি গাড়ি রেকার করা হয়। জরিমানাকৃত টাকার মধ্যে ৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাত-দিন কাজ করছে।