আইপিএলের জন্য নিয়মে পরিবর্তন এনেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। মুজিব উর রহমান, নবীন উল হক এবং ফজলহক ফারুকিকে আইপিএল খেলার ছাড়পত্র দিল তারা। তবে এই তিন ক্রিকেটারকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেটে নেওয়া হয়েছে বেতনও।
আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে, এই তিন ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেওয়া হবে না। নবীনেরা দেশের বার্ষিক চুক্তি থেকে নাম তুলে নিতে চেয়েছিলেন। তার পরেই বোর্ড তাঁদের ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আফগানিস্তানের হয়ে না খেলে বিভিন্ন দেশে টি-টোয়েন্টি খেলার দিকেই ঝোঁক বেশি, সেই কারণে বার্ষিক চুক্তিতে সই করতে চাননি নবীন, মুজিবেরা।
মুজিবকে ২ কোটি টাকা দিয়ে কিনেছে কলকাতা। নবীনকে ধরে রেখেছে লখনউ সুপার জায়ান্টস এবং ফজলকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।