ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ অক্টোবর ২০২৫ ০৮:২১ অপরাহ্ণ   |   ৭২ বার পঠিত
ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (তারিখ) বিকেলে টাউন হল প্রাঙ্গণের ভাষাসৈনিক শামসুল হক মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ জাকির হোসেন বাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন।
 

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মোঃ মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম খান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির নেতা সরাফ উদ্দিন কোহিনুর, শাহ শিব্বির আহমেদ বুলু, আজাদ জাহান শামীম, বিএনপির সদর থানা আহবায়ক হেলাল আহমেদ হেলালসহ আরও অনেকে।
 

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ব্যানার, ফেস্টুন ও নানা শ্লোগানে মুখরিত র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলস্টেশন মোড়ে এসে শেষ হয়।
বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।