মোখলেছুর রহমান ,বিশেষ প্রতিনিধি (কুড়িগ্রাম):-
কুড়িগ্রামে পৌর বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধন।
সোমবার ২৫ আগষ্ট ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচি জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবের সভাপতিত্বে আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন কামাল হোসেন খান (ভিপি কামাল) সাবেক সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, বিশেষ বক্তা শিহাব আহম্মেদ সাবেক সদস্য স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ, বিশেষ অতিথি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, অধ্যাপক হাসিবুল রহমান হাসিব জেলা বিএনপি যুগ্ম আহবায়ক,সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদ হাসান জুবায়ের হিমেল প্রমুখ,এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।