মুরাদনগরে ভবন নির্মানের চাঁদা চেয়ে দুই মহিলাকে মারধর

প্রকাশকালঃ ২০ আগu ২০২৪ ০৭:৫৪ অপরাহ্ণ ১১৪২ বার পঠিত
মুরাদনগরে ভবন নির্মানের চাঁদা চেয়ে দুই মহিলাকে মারধর

ঢাকা প্রেস
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ


 

মুরাদনগরে ভবন নির্মানের ২লাখ টাকা চাঁদা চেয়ে দুই মহিলাকে মারধর অভিযোগ পাওয়া গেছে।
 

থানা ও বিজ্ঞ আদালত অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১নং শ্রীকাইল ইউনিয়নের চন্দনাইল গ্রামের পশ্চিমপাড়া মালু মিয়ার স্ত্রী মোসাঃ হাফেজা খাতুন (৬২) নিজ বাড়ীতে ভবন নির্মানে করার সময় একই গ্রামের মোহাম্মদ আলী ছেলে মোঃ মানিক মিয়া (৪৫) ২লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা না দেওয়ায় মোসাঃ হাফেজা খাতুন তার মেয়ে মোসাঃ সাহিদা আক্তার(৩৮)কে চুলের মুঠি ধরে চর থাপ্পর, কিল গুষি লাথি মারে যাবার পথে আসবাহপত্র ভাংচুর করে মানিক মিয়া।
 

মোসাঃ হাফেজা খাতুন  তার মেয়ে মোসাঃ সাহিদা আক্তার বলেন, আমি বাড়িতে ভবন নির্মান করছি। এতে মানিক মিয়া ১লাখ টাকা চাঁদা চায়। আমি চাঁদা দিতে রাজি না হলে আমাকে ও আমার মেয়েকে মারধর করে। ঘরে রং ডিবিসহ বিভিন্ন আসবাহপত্র ভাংচুর করে । বাঙ্গরা বাজার থানা ও কুমিল্লা বিজ্ঞ আদালতে অভিযোগ দাখিল করলেও থানা থেকে কেহ তদন্ত করতে আমার বাড়ীতে আসে নাই। আমি ভয়ে আতংক ও উৎকন্ঠায় জীবন যাপন করছি। যে কোন সময় আমাকেসহ আমার পরিবার পরিজনকে মেরে ফেলতে পারে ওই সন্ত্রাসী দাঙ্গাবাজ মানিক মিয়া। তার ভয়ে গ্রামের মানুষ কথা বলতে চায় না। গ্রামের মানুষ আতংকিত রয়েছে।
 

মানিক মিয়া বলেন, এসব কিছুই মিথ্যা কথা। আমি কারো বাড়ীতে যাই নাই। চাঁদাও চাই নাই। আমাকে প্রতিহিংসা বসতঃ আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।
 

বাংঙ্গরা বাজার থানা অফিসার তদন্ত (ওসি) সজল কুমার কানু বলেন, এব্যাপারে থানায় চাঁদাবাজী মামলা হয়েছে।