ঢাকায় মাদকসহ ১৯ জন গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ জুলাই ২০২৪ ০১:১৩ অপরাহ্ণ   |   ৪৮৪ বার পঠিত
ঢাকায় মাদকসহ ১৯ জন গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

রোববার (৭ জুলাই) ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ২৮১ টি ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন এবং ১৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা রুজু করা হয়েছে।