জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামীর কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কারও যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি দল ও ব্যক্তিগতভাবে তাদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।”
বুধবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শফিকুর রহমান বলেন, “আমরা এই ক্ষমা আগেও একাধিকবার চেয়েছি। শহীদ গোলাম আযম চেয়েছেন, মতিউর রহমান নিজামী চেয়েছেন, আমিও চেয়েছি। সম্প্রতি এটিএম আজহারুল ইসলাম কারামুক্ত হওয়ার পরও আমি বলেছি—শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত জামায়াতের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।”
তিনি আরও বলেন, “আজকের দিন পর্যন্ত আমরা কখনও ভুল করিনি—এমন দাবি করা ঠিক নয়। মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে। শত সিদ্ধান্তের মধ্যে একটি যদি বেঠিক হয়, তাতে জাতির ক্ষতি হতে পারে। তাই সেই ভুলের জন্য ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই। এখন কেউ কেউ বলেন—এই ভাষায় নয়, ওই ভাষায় ক্ষমা চাইতে হবে। আমি বলি, আমরা তো বিনা শর্তেই মাফ চেয়েছি, এর পরেও আর কিছু বাকি থাকে কোথায়!”