দিনাজপুর সংবাদদাতা:-
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাসস্ট্যান্ড এলাকায় এক ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (২৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাদিয়া আক্তার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে। জানা গেছে, তিনি মাঠপাড়া এলাকার সাগর হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তবে প্রায় এক মাস আগে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে সাদিয়া একাই বাসায় বসবাস করছিলেন।
প্রতিবেশীদের ভাষ্যমতে, শুক্রবার তার বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকে। সন্দেহ হওয়ায় তারা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাদিয়ার মরদেহ উদ্ধার করে।
হাকিমপুর (হিলি) থানার তদন্ত ওসি এসএম জাহাঙ্গীর আলম জানান, সাদিয়া প্রায় এক মাস আগে শাকিল আহমেদ ওরফে টুলুর বাসায় ভাড়া উঠে একাই বসবাস করছিলেন। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানান ওসি।