বিশ্বকাপের সূচি কবে দেওয়া হবে জানে না আইসিসিও

প্রকাশকালঃ ১০ জুন ২০২৩ ১২:০৫ অপরাহ্ণ ১৩৫ বার পঠিত
বিশ্বকাপের সূচি কবে দেওয়া হবে জানে না আইসিসিও

ইংল্যান্ডে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মাঝেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি দেওয়ার কথা শোনা গিয়েছিল। সেই টেস্টের আজ তৃতীয় দিন চলছে, কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘোষিত হয়নি বিশ্বকাপের সূচি! 

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) জয় শাহ জানিয়েছিলেন, ইংল্যান্ডের ওভালে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীনই ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করা হবে।

বিষয়টি নিয়ে আইসিসিও কিছু বলতে পারছে না। গতকাল বৃহস্পতিবার বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল অনুষ্ঠানে আলাপকালে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিচ বলেছেন, ‘আমার মনে হয় আজও আমরা আয়োজকদের কাছ থেকে সূচিটি পেতে পারি।


এরপর অংশগ্রহণকারী দেশ ও ব্রডকাস্টারদের সাথে আলোচনা করতে হবে আমাদের। পরবর্তীতে যতটা দ্রুত সম্ভব আমরা প্রকাশ করতে পারব। এমন ইভেন্টের ক্ষেত্রে আমরা সব সময়ই স্বাগতিকদের সাথে একত্রে কাজ করি।’

পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারত। এজন্য ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ না খেলার হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। এই ইস্যুতে বিলম্ব হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে খোলাসা করে বলতে রাজি হননি অ্যালার্ডিচ। তিনি বলেন, ‘যতক্ষণ না আমি সূচিটা দেখছি, ততক্ষণ আমি অপেক্ষা করছি। আশা করি, খুব দ্রুতই কিছু একটা দেখতে পাব।

আমাদের ইভেন্ট দল বিভিন্ন দেশের ইভেন্ট আয়োজন করতে অভিজ্ঞ। নিয়ন্ত্রণের মধ্যে সবকিছু করা যাবে।’