বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ মে ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ণ   |   ৯১ বার পঠিত
বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-


ঢাকা,০৮ মে ২০২৫ (বৃহস্পতিবার) বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৯ পদাতিক ডিভিশন, সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে মেজর জেনারেল মোঃ মঈন খান, ওএসপি, এনডিসি, পিএসসি, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন ও ৯ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ল্যান্স কর্পোরাল ইয়াসিন আরাফাত, ৯ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সৈনিক মোঃ হাবিব হোসেন, ৯ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

 

অনুষ্ঠানে সেনাসদর ও সাভার এরিয়ায় কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ০৩ মে ২০২৫ তারিখ হতে শুরু হওয়া উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে।