ইসরায়েলে তীব্র দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছে কর্তৃপক্ষ

প্রকাশকালঃ ০৪ জুন ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ ৬০৫ বার পঠিত
ইসরায়েলে তীব্র দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছে কর্তৃপক্ষ

ইসরায়েলের উত্তরাঞ্চলে বনভূমিতে লেগে যাওয়া তীব্র দাবানল নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ জোরালোভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী লেবানন থেকে হামলার পর এই দাবানল শুরু হয়।

 

আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক ইউনিটগুলো বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।


সেনাবাহিনী থেকে আরো বলা হয়েছে, যেসব জায়গায় আগুন লেগেছে সেনাবাহিনী তা নিয়ন্ত্রণে নিতে পেরেছে। এই মুহূর্তে কোন মানুষের জীবন ঝুঁকিতে নেই।
 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, তারা সেনাবাহিনীর সাথে দাবানলের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।লেবাননের রকেট হামলার পর সোমবার এই আগুনের সূত্রপাত বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উল্লেখ করা হয়।
 

প্রতিশোধ হিসেবে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে।