মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সচিব বলেন, আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে যে প্রতীকের তালিকা এসেছে, তাতে ‘শাপলা’ নেই।
এর আগে চলতি বছরের জুলাইয়ে ইসি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়, শাপলাকে আর নির্বাচনী প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে না। এর আগে এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করে এবং প্রতীক হিসেবে শাপলাকে প্রথম পছন্দে রাখে। পাশাপাশি তারা ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রতীকও চেয়েছিল।
গত ৯ জুলাই নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, অতীতেও কয়েকটি দল শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার মর্যাদা রক্ষার্থে সেটি অনুমোদন দেওয়া হয়নি। যদিও জাতীয় ফুল বা ফল ব্যবহারে সুনির্দিষ্ট কোনো আইন নেই, তবে এসব বিবেচনায় রেখে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।