ঢাকা প্রেস
ষ্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর লাভ লেইন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী জানিয়েছেন, সলিম উল্লাহ বাচ্চুর কাছে অবৈধ অস্ত্র থাকার তথ্য পুলিশের কাছে রয়েছে। এছাড়াও, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ কয়েকটি মামলার আসামি তিনি। এইসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার হদিস মিলছিল না।
পুলিশের একটি দল অভিযান চালিয়ে লাভ লেইন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কিছু জব্দ করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
গ্রেপ্তারকৃত সাবেক কাউন্সিলরকে কোতোয়ালী থানায় নিয়ে আনা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং অবৈধ অস্ত্রের অভিযোগের তদন্ত করবে।