সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ অক্টোবর ২০২৫ ০৪:২৪ অপরাহ্ণ   |   ৭ বার পঠিত
সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, রাজধানীর মিরপুর-১১ এলাকায় অবস্থিত ‘বিউটি ফ্যাশন’ নামের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল প্রায় ১০টায় এই কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। কারখানাটি ‘বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার’-এর ৬ষ্ঠ তলায় অবস্থিত। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ৬ষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে।
 

ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপণ কার্যক্রম শুরু করে। পাশাপাশি, ছয়টি স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনে থাকা সেনাবাহিনী সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলের সমন্বিত প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টার মধ্যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে কোনো দুর্যোগের সময় জনগণের পাশে দাঁড়ানোতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত এবং দৃঢ়প্রতিজ্ঞ। এছাড়াও, অগ্নিকাণ্ড ও অন্যান্য বিপর্যয় প্রতিরোধে সর্বস্তরের জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।