৪৬তম বিসিএসের প্রিলির তারিখ ঘোষণা

প্রকাশকালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:২১ অপরাহ্ণ ১৫১ বার পঠিত
৪৬তম বিসিএসের প্রিলির তারিখ ঘোষণা

৪৬তম বিসিএসের প্রিলির জন্য তারিখ চূড়ান্ত করেছে সরকারি কর্ম কমিশন( পিএসসি)। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিশেষ এক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র।

 

পিএসসির একজন সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, কমিশনে আজ সিদ্ধান্ত হয়েছে আগামী ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা পেছানোতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে দ্রুত সময়ে ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও করা হয়েছে সভায়।

 

গত বছরের ১০ ডিসেম্বর থেকে চাকরিপ্রার্থীরা ৪৬তম বিসিএসে আবেদন শুরু করেছিলেন। এ বিসিএসের মাধ্যমে মোট তিন হাজার ১৪০ জন ক্যাডার নেওয়া হবে।গত ১৮ জানুয়ারি পিএসসি ৯ মার্চ আটটি বিভাগীয় শহরে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছিল।পরে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কমিশন।