সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় সরকার দ্রুতই ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন করতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই আইন প্রণয়ন হলে প্রকৃত সাংবাদিকরা সুরক্ষা পাবেন, তবে যারা অপসাংবাদিকতা করে বিভ্রান্তি ছড়ান, তারাও এর আওতায় আসবেন।”
তথ্য উপদেষ্টা আরও জানান, সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা নিশ্চিত না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এক্রিডিটেশন বাতিল করা হবে এবং সরকারি সব ধরনের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, “এন্ট্রি লেভেলে সাংবাদিকদের বেতন ১২ বা ১৫ হাজার টাকার নিচে হতে পারে না। সরকার একটি ন্যূনতম বেসিক স্যালারি নির্ধারণের উদ্যোগ নিচ্ছে।”
এসময় তিনি জানান, অনলাইন প্ল্যাটফর্মে জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নীতিমালা চূড়ান্তের কাজ চলছে, যা আগামী সপ্তাহের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছাবে। এছাড়া আসন্ন নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি।
মাহফুজ আলম বলেন, তথ্য মন্ত্রণালয় একটি গণমাধ্যম কমিশন গঠন করতে চায়—যেখানে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থাকবে না। এই কমিশন পত্রিকার সার্কুলেশন, টেলিভিশন সম্প্রচার এবং গণমাধ্যমকর্মীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করবে।
তিনি শেষাংশে গুজব ও অপতথ্য রোধে সব গণমাধ্যম প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।