টানা প্রবল বৃষ্টির কারণে হিমাচল প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিসাবকৃত ক্ষয়ক্ষতি তিন হাজার কোটি রুপি থেকে ৪ হাজার কোটি রুপির মধ্যে দাঁড়িয়েছে বলে জানা গেছে। মৃতের সংখ্যা ৮০ জনে পৌঁছে গেছে। এখানে ৮ জুলাই থেকে মোট ৩১ জনের মৃত্যু হয় বলে রাজ্যটির দুর্যোগ মোকাবেলা বিভাগ জানিয়েছে। ভূমিধসের কারণে রাজ্যটির ১৩০০রও বেশি রাস্তা বন্ধ হয়ে আছে বলে জানিয়েছে তারা। এসব সড়কের মধ্যে চন্ডিগড়-মানালি ও শিমলা-কালকা মহাসড়কও আছে। রাজ্যটিতে ৪০টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের সব স্কুল ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্যোগ কবলিত এলাকাগুলোর ২০ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।