বাখরনগর কালীবাড়িতে শারদীয় দুর্গাপূজা মহাসমারোহে পালিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ অক্টোবর ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ   |   ২৮ বার পঠিত
বাখরনগর কালীবাড়িতে শারদীয় দুর্গাপূজা মহাসমারোহে পালিত

ডেস্ক নিউজ (ঢাকা প্রেস):-

 

দুর্গাপূজা হিন্দু সমাজের সর্বজনীন উৎসব হলেও বাঙালি হিন্দু সমাজে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক আয়োজন। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা পরিচিত শারদীয় দুর্গাপূজা নামে আর চৈত্র মাসে পালিত দুর্গাপূজা পরিচিত বাসন্তী দুর্গাপূজা নামে।

 

প্রতি বছরের মতো এবারও কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী বাখরনগর শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উপাসনালয় এই কালী মন্দির। বাখরনগর কালীবাড়ি মন্দির কমিটির সার্বিক তত্ত্বাবধানে আয়োজনকে ঘিরে মন্দির প্রাঙ্গণে তৈরি হয়েছে এক আনন্দঘন পরিবেশ।

 

পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি বাবু অমর চন্দ্র ভৌমিক, সহ-সভাপতি বাবু রাখাল ভৌমিক ও বাবু কেশব দাস, সাধারণ সম্পাদক বাবু সুমন চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক শিশির বণিক, কোষাধ্যক্ষ বাবু সুশীল চন্দ্র দাশ, সহ- কোষাধ্যক্ষ বাবু শংকর ভট্টাচার্য, পুরোহিত বাবু স্বপন চক্রবর্তীসহ বাবু দুলাল পাল, বাবু টুটন চক্রবর্তী, বাবু সজীব চক্রবর্তী, বাবু অজয় পাল, বাবু অসীম ভট্টাচার্য এবং বাবু চন্দন ঘোষ।

 

প্রতিদিন পূজা উপলক্ষে মন্দিরে ভিড় জমাচ্ছেন দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয় এবং প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।