চায়ের দোকানের স্বপ্নে জীবনের গল্প বলছেন অভিনেত্রী মৌ শিখা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ   |   ৩৩ বার পঠিত
চায়ের দোকানের স্বপ্নে জীবনের গল্প বলছেন অভিনেত্রী মৌ শিখা

বিনোদন ডেস্ক:-

 

টেলিভিশন পর্দার পরিচিত মুখ, জনপ্রিয় অভিনেত্রী মৌ শিখা বর্তমানে অভিনয়জগৎ থেকে প্রায় আড়াই মাস ধরে দূরে রয়েছেন। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটকে দক্ষতার সঙ্গে কাজ করলেও বর্তমানে কাজ না থাকায় জীবিকা চালানো কঠিন হয়ে পড়েছে তার জন্য। এই কঠিন বাস্তবতা থেকেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন মৌ শিখা। সেখানে তিনি জানান, জীবিত অবস্থাতেই যেন তাকে মূল্যায়ন করা হয়, মৃত্যুর পর তার জন্য অনুতাপ করে কোনো লাভ নেই।
 

তার এই খোলামেলা ও বেদনার্ত স্ট্যাটাস দৃষ্টি কেড়েছে নেটিজেনদের। অনেক অনুরাগী, শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মী তারকারা মৌ শিখার এই পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে মন্তব্য করেছেন। কেউ কেউ পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।
 

জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু স্ট্যাটাসটি শেয়ার করে মৌ শিখার প্রতি সহমর্মিতা প্রকাশ করে সবাইকে আহ্বান জানিয়েছেন তাকে সহায়তা করার জন্য। পরে আরেকটি পোস্টে তিনি মৌ শিখার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লেখেন— ‘ভয় নেই শিখা, আমরা দুজন মিলে চায়ের টং দোকান দিবো। আমাদের হাতে সবাই চা, কফি, বিস্কিট খেতে চাইবে। লম্বা লাইন ধরে সবাই খাবে।’
 

এই পোস্টে সাড়া দিয়ে মৌ শিখাও মন্তব্য করেন, ‘আলহামদুলিল্লাহ। আমি কিন্তু রাজি আছি আপা, যেকোনো সময়।’
 

এই হৃদয়ছোঁয়া বন্ধুত্বে মুগ্ধ হয়ে নেটিজেনরা মনিরা মিঠুকে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ মন্তব্য করেছেন, ‘মিঠু আপা, আপনি সত্যিই এক মহান হৃদয়ের মানুষ। সবাইকে সমানভাবে গুরুত্ব দেন—এটাই আপনার বড় গুণ।’ আরেকজন লিখেছেন, ‘এমন বন্ধুই তো আসল বন্ধু। মনিরা মিঠু সত্যিই একজন নিঃস্বার্থ বন্ধুর প্রতীক।’
 

এই ঘটনার মাধ্যমে মৌ শিখার জীবনের সংকট যেমন উঠে এসেছে, তেমনি উঠে এসেছে সহমর্মিতা ও বন্ধুত্বের উজ্জ্বল দৃষ্টান্তও।