প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা একদিন চাঁদেও যাব!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ জুলাই ২০২৪ ০২:০৩ অপরাহ্ণ   |   ৭১১ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা একদিন চাঁদেও যাব!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশ একদিন অবশ্যই চাঁদে যাবে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতিমন্দিরে "প্রাথমিক শিক্ষা পদক-২০২৩" ও "জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪" উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, "আমাদের শিশুদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি করতে হবে। সেই জন্য তাদেরকে ছোটবেলা থেকেই মহাকাশ গবেষণার প্রতি আকৃষ্ট করতে হবে।"

 

তিনি আরও বলেন, "আমাদের ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়, অ্যারোস্পেস ও অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় এবং অ্যারোনটিক্যাল সেন্টার স্থাপন করা হয়েছে। গবেষণার পাশাপাশি আমাদের শিশুদের এখন থেকেই মহাকাশ গবেষণার প্রতি উদ্বুদ্ধ করতে হবে।"

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "সরকার শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।""আমরা সবসময় একটি সুষম, জনকল্যাণমুখী, সর্বজনীন ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রদান করতে চাই। শুধুমাত্র বই পড়া নয়, ছোট ছোট শিশুদের মধ্যে যে মেধা ও চিন্তাভাবনা আছে তা আমাদের বের করে আনতে হবে। তাদেরকে সুযোগ দিতে হবে।"