প্রকাশকালঃ
১৬ অক্টোবর ২০২৩ ০২:৫৬ অপরাহ্ণ ২৩৪ বার পঠিত
দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ নিজেদের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’ প্রকাশের প্রস্তুতি নিয়েছে। অ্যালবামের নাম ‘বাতিঘর’। সাজানো হয়েছে ১০টি গানে। এর মধ্যে গান বাঁধার কাজও সম্পন্ন।
সবার আগে মুক্তি পাবে অ্যালবামটির টাইটেল ট্র্যাক ‘বাতিঘর’। আর তা অবশ্যই মিউজিক ভিডিও আকারে। বাকি গানগুলোর ভিডিও নির্দিষ্ট বিরতি দিয়ে একে একে প্রকাশিত হবে। আগামী বছরের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে কনসার্ট ট্যুর রয়েছে ব্যান্ডটির।
কনসার্টে অংশ নেওয়ার পাশাপাশি গানগুলোর ভিডিও ধারণের পরিকল্পনা তাঁদের। ভারত, কানাডা, নেপাল, ইন্দোনেশিয়ায়ও হবে শুটিং। ‘শিরোনামহীন’ দলনেতা জিয়াউর রহমান বলেন, ‘সব গান হবে আনপ্লাগড। একেবারে অ্যাকুস্টিক সাউন্ড পাবে শ্রোতারা।
আমরা গানে অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। শ্রোতারা যেন প্রতিটি ইনস্ট্রুমেন্টের লাইভ ভার্সন শুনতে পারে সে জন্যই এই উদ্যোগ। সবচেয়ে বড় কথা, মানুষ গান শোনে মনের খোরাকের জন্য, সেখানে লাইভ গানের একটা অন্য রকম চাহিদা আছে।’ এরই মধ্যে সাতটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বাকি তিনটি গানের ডামি করা হয়েছে।
চমক হিসেবে এই অ্যালবামে প্রকাশ পেতে যাচ্ছে তাদের শ্রোতানন্দিত ‘এই অবেলায়’ গানের সিক্যুয়াল ‘এই অবেলায় ২’। জিয়া বলেন, “অ্যালবামে ‘প্রিয়তমা’ শিরোনামের গানটিতে প্রেমিকার প্রতি ভালোবাসা জানানো হবে। ‘বাতিঘর’ গানে আবার ভিন্ন বার্তা।
বাতিঘরের কাছ থেকে আলো নিয়ে চলে যায় সবাই। ‘নিঃশব্দপুর’ গানে বোঝানো হবে পাখিদের আকুলতা। তাদেরও নিশ্চিন্ত এক পৃথিবী হতে পারে। প্রবাসীদের আবেগ-অনুভূতিকে কেন্দ্র করে বোনা হয়েছে গান ‘কত দূর’। প্রতিটি গানেই এমন কিছু আবেগ থাকবে। গানে সমাজের প্রতি কিছু প্রশ্নও রেখেছি। কিছু প্রশ্ন করেছি এমনটা কি হওয়া খুব বেশি কঠিন!”
অ্যালবামের ৯টি গানই লিখেছেন জিয়া, একটি শেখ ইশতিয়াক। সুর করেছেন ব্যান্ডের সদস্যরা। অ্যালবামটির সব গান প্রকাশিত হওয়ার পর সেগুলো নিয়ে বই আকারে একটি সংকলন অ্যালবাম তৈরি হবে, যেখানে ইউটিউব লিংকের কিউআর কোড যুক্ত থাকবে, যা স্ক্যান করলেই শ্রোতারা গানগুলো পেয়ে যাবে।
এর আগে তাদের সর্বশেষ ‘দি অনলি হেডলাইনার’ অ্যালবামটিও প্রকাশিত হয়েছিল এভাবে। ‘হাসিমুখ’, ‘জাহাজী’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘ভালোবাসা মেঘ’, ‘এই অবেলায়’, ‘ক্যাফেটেরিয়া’—এমন বহু গানে দীর্ঘ ২৭ বছর ধরে সংগীতাঙ্গন মাতিয়ে চলেছে ‘শিরোনামহীন’। তাদের প্রতিটি অ্যালবামেই থাকে নতুনত্বের ছাপ।
বর্তমানে ব্যান্ড শিরোনামহীনের লাইনআপে রয়েছেন জিয়াউর রহমান জিয়া [বেজিস্ট ও গীতিকার], কাজী আহমেদ শাফিন [ড্রামার], শেখ ইশতিয়াক [ভোকালিস্ট], সাইমন চৌধুরী [কি-বোর্ডিস্ট], দীপু সিনহা [গিটারিস্ট]।