স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ নভেম্বর ২০২৪ ০৫:৪১ অপরাহ্ণ   |   ৫৫৯ বার পঠিত
স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু

ঢাকা প্রেস,সাভার প্রতিনিধি:-
 

ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফরিদুল ইসলাম। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা আরও ৯ জন আহত হন।
 

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই ফরিদুল ইসলামের মৃত্যু হয়।
 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর মরদেহ নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ফরিদুল ইসলাম। ধামরাইয়ের বাথুলী এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
 

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ।