ঢাকা প্রেসঃ
জার্মানিতে আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য ফ্রান্স ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। দুইবারের বিশ্বকাপ ফাইনালিস্টের দলে বড় চমক হিসেবে দেখা হচ্ছে দীর্ঘদিন ইনজুরিতে থাকা এনগোলো কান্তের ফিরে আসা। সর্বশেষ দুই বিশ্বকাপে খেলতে না পারা এই মিডফিল্ডার সম্পূর্ণ ফিটনেসে ফিরেছেন বলে জানিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।
আরেকটি চমক হল রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক ফারল্যান্ড মেন্ডির অন্তর্ভুক্তি। দুই বছর ধরে ফ্রান্সের হয়ে কোন ম্যাচ খেলতে না পারা এই খেলোয়াড়ও সুযোগ পেয়েছেন।
অনুমিত সদস্যদের মধ্যে রয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, অ্যান্তোনিও গ্রিজম্যান, উসমান ডেম্বেলে, কোলো মুয়ানি, মার্কাস থুরাম। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনি ও এডওয়ার্ড কামাভিঙ্গা এবং পিএসজির তরুণ মিডফিল্ডার জাইরি এমেরিও ডাক পেয়েছেন।
রক্ষণে বার্সেলোনার জুলেন কুন্দে, মিলানের থিও হার্নান্দেজ, বায়ার্নের দায়ত উপামেকানো জায়গা পেয়েছেন। তবে গোলরক্ষকের অবস্থানটিতে মাইগনান ছাড়া অন্যদের উপর ভরসা করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ফ্রান্সের ইউরো দল:
গোলরক্ষক: আলফোনসো আরিওলা (ওয়েস্ট হ্যাম), মাইক মাইগনান (এসি মিলান), লোইস সাম্বা (আরসি লেন্স) ডিফেন্ডার: জুলেন কুন্দে (বার্সেলোনা), জোনাথন ক্লস (মার্সেই), বেঞ্জামিন পাভার্ড (ইন্টার মিলান), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), দায়ত উপামেকানো (বায়ার্ন মিউনিখ), উইলিয়াম সালিবা (আর্সেনাল), থিও হার্নান্দেজ (এসি মিলান), ফারল্যান্ড মেন্ডি (রিয়াল মাদ্রিদ) মিডফিল্ডার: এডওয়ার্ড কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), এনগোলো কান্তে (আল ইত্তিহাদ), আদ্রিয়ান র্যাবিয়ট (জুভেন্টাস), জাইরি এমেরি (পিএসজি), অরেলিন চুঁয়ামেনি (রিয়াল মাদ্রিদ), অ্যান্তোনিও গ্রিজম্যান (অ্যাথলেটিকো মাদ্রিদ) ফরোয়ার্ড: উসমান ডেম্বেলে (পিএসজি), অলিভার জিরু (এসি মিলান), কোলো মুয়ানি (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), মার্কাস থুরাম (ইন্টার মিলান), কিং।