চট্টগ্রাম প্রতিনিধি:-
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লোগো থেকে নৌকা প্রতীক সরিয়ে এর স্থলে জাতীয় ফুল শাপলার প্রতীক যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চসিকের ফেসবুক পেইজে নতুন লোগোটি প্রকাশ করা হয়। আগের লোগোতে ছিল পাহাড়, নদী, চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান ও সড়ক বাতি, কিন্তু এবার নৌকা প্রতীক বাদ দিয়ে শাপলা প্রতীক যুক্ত করা হয়েছে, আর বাকি সব আগের মতোই রাখা হয়েছে। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, নৌকা একটি রাজনৈতিক দলের প্রতীক হওয়ায় এটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “লোগোতে নৌকা ছিল, যা একটি দলের দলীয় প্রতীক। তাই দায়িত্ব গ্রহণের পর আমি লোগো থেকে নৌকা বাদ দিয়ে শাপলা, যা একটি সার্বজনীন প্রতীক, সেটি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই লোগো পরিবর্তন করা হয়েছে।”
২০২৪ সালের ১ অক্টোবর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে ডা. শাহাদাত হোসেনের নাম ঘোষণা করে আদালত। একই বছরের ৩ নভেম্বর তিনি শপথ গ্রহণ করেন এবং ৫ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করেন।
সিটি করপোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দায়িত্ব গ্রহণের পর মেয়র লোগো পরিবর্তন করে নৌকা বাদ দিয়ে শাপলা প্রতীক রেখে নতুন লোগো তৈরির নির্দেশনা দেন, যা তিনি অনুমোদন করেছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী নৌকা প্রতীকে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট। ২৪ ফেব্রুয়ারি ডা. শাহাদাত হোসেন নির্বাচনী কারচুপির অভিযোগে মামলা দায়ের করেন এবং গত বছরের ৫ আগস্ট আদালতের রায়ে তিনি মেয়র নির্বাচিত হন।