দুর্বৃত্তদের গুলির নির্দেশ আইনেই আছে: ডিএমপি কমিশনার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ নভেম্বর ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ   |   ৩১ বার পঠিত
দুর্বৃত্তদের গুলির নির্দেশ আইনেই আছে: ডিএমপি কমিশনার

ককটেল নিক্ষেপ ও বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে আইন অনুযায়ী গুলি করার নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।
 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
 

তিনি বলেন, নাগরিকদের সাইবার অপরাধ সম্পর্কিত অভিযোগ তাৎক্ষণিকভাবে গ্রহণ ও সমাধানের জন্য ডিএমপির এ বিশেষ সাপোর্ট সেন্টার ২৪ ঘণ্টা কাজ করবে।
 

থানার সামনে পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করার ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে কমিশনার জানান, “এ ধরনের হামলায় পুলিশের মনোবল ভেঙে যেতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অসম্মানজনক আচরণ করবেন না, তাদের ওপর আঘাত হানবেন না।”
 

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে দায়িত্বে থাকা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর ইসলামসহ তিনজন আহত হন।
 

শেখ সাজ্জাত আলী আরও সতর্ক করে বলেন, “পুলিশ যদি দায়িত্ব পালন না করে, তাহলে ৫ আগস্টের পর যেমন নিজের বাড়ি-ঘর পাহারা দিতে লাঠি হাতে রাত কাটাতে হয়েছে, তেমন পরিস্থিতি আবারও তৈরি হতে পারে।”