ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে গুলিবিদ্ধ তরুণীর মরদেহ উদ্ধার

প্রকাশকালঃ ৩০ নভেম্বর ২০২৪ ০১:২২ অপরাহ্ণ ০ বার পঠিত
ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে গুলিবিদ্ধ তরুণীর মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস সড়কের পাশ থেকে এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
 

ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহের পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করে। শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দীন চৌধুরী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভোরে ওই তরুণীকে সেখানে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

স্থানীয় কয়েকজন জানিয়েছেন, ভোরের দিকে তরুণীকে এক যুবকের সঙ্গে সড়কে হাঁটতে দেখা যায়। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে সঙ্গে নিয়ে কাজ করছে শ্রীনগর থানা পুলিশ।
 

এর আগে, গত বুধবার দুপুরে শ্রীনগর খাল থেকে এক সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। মাত্র চার দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।