মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, “নিউইয়র্কে অবতরণের পরপরই আওয়ামী লীগের কর্মীরা হুমকি দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এমনকি আমাদের যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকেও উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করা হয়। এটিই আওয়ামী লীগের প্রকৃত চরিত্র।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ জন্মগতভাবেই একটি সন্ত্রাসী সংগঠন। তারা স্বাধীনতাপন্থি মানুষদের ওপর হামলা চালায় এবং জুলাই অভ্যুত্থানের সমর্থক শক্তিগুলোকেও টার্গেট করছে। এতে আমাদের আর কোনো বিস্ময় নেই।”
এই এনসিপি নেতা দৃঢ় কণ্ঠে বলেন, “আমরা সেই প্রজন্ম, যারা হাসিনার গুলির সামনে দাঁড়িয়েছি। কাজেই কয়েকটা ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এ ঘটনা প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন।”
এর আগে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউইয়র্কে অবতরণ করে। কিছুটা দেরিতে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি নেতা আখতার হোসেন ও ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকে আওয়ামী লীগের কর্মীরা।
পরিস্থিতি উত্তপ্ত হলে তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বিএনপির কয়েকজন নেতা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এসময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। একই সঙ্গে ডা. তাসনিম জারাকে উদ্দেশ্য করে অশালীন গালিগালাজ করা হয়।
প্রতিবাদে আখতার হোসেন “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান দেন। পরে পুলিশের সহায়তায় তারা গাড়িযোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।