গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ মার্চ ২০২৫ ০১:৫৯ অপরাহ্ণ   |   ১০০ বার পঠিত
গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি:-

 

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জায়ান নিটওয়্যার ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তারা সড়কে নামেন এবং প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
 

সম্প্রতি কারখানার শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে তিন কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে মামলা হওয়ার পর কয়েকজন গ্রেপ্তার হন, যা শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে। শনিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান, এতে তারা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরাও বিক্ষোভে যোগ দেন এবং কিছু কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন।
 

খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, আন্দোলনের কারণে অন্তত ১০-১২টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে পরিস্থিতি শান্ত হলে অধিকাংশ কারখানা পুনরায় চালু করা হয়।