বঙ্গোপসাগরে ৩০ কেজি ওজনের বিরল পাখি মাছ ধরা পড়ল

প্রকাশকালঃ ০২ অক্টোবর ২০২৪ ০৩:১৬ অপরাহ্ণ ৪৩৫ বার পঠিত
বঙ্গোপসাগরে ৩০ কেজি ওজনের বিরল পাখি মাছ ধরা পড়ল

ঢাকা প্রেস
কুয়াকাটা প্রতিনিধি:-


পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক জেলে সম্প্রতি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৩০ কেজি ওজনের একটি বিরল পাখি মাছ ধরেছেন।

 

জানা যায়, গত শনিবার আবুল কাশেম নামের ওই জেলে ২১ জন জেলের সাথে ‘মায়ের দোয়া’ নামে একটি ট্রলার নিয়ে চট্টগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এই বিশাল আকারের পাখি মাছটি ধরেন।
 

বুধবার সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে নিয়ে আসা হলে উৎসুক জনতার ভিড় জমে। পরে নিলামে সোহেল নামের এক মাছ ব্যবসায়ী সাড়ে ৩ হাজার টাকায় মাছটি কিনে নেন।
 

এ বিষয়ে আবুল কাশেম জানান, আগের তুলনায় বঙ্গোপসাগরে এ ধরনের মাছ কিছুটা কমে গেছে। কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ সাধারণত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো ওপরে উঠে আসে না। তবে সম্প্রতি বঙ্গোপসাগরে এ ধরনের মাছের সংখ্যা কিছুটা বেড়েছে।