মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ আগu ২০২৫ ০৮:১৩ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজধানীর মুগদায় মায়ের ওপর অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছেন ১৫ বছর বয়সী স্কুলছাত্রী সামিয়া আক্তার। রোববার রাতে নিজ বাসায় এই ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
 

পুলিশ সূত্রে জানা যায়, সামিয়া মুগদা মাল্টিমিডিয়া স্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং উত্তর মান্ডার এলাকার আজিজুল হকের মেয়ে।
 

মৃত ছাত্রী সামিয়ার ভাই মো. সাহিম জানান, তার বোন স্বভাবতই একটু রাগী ছিল। রোববার রাতে তুচ্ছ একটি বিষয় নিয়ে মা বকুনি দিলে অভিমান করে সে বিষপান করে। অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

মুগদা থানার ওসি সাজেদুর রহমান বলেন, সামিয়া তার মায়ের মোবাইল বাইরে নিয়ে যেতে চাইলে মা বাধা দেন। এ নিয়ে অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মৃতের ভাই সাহিম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।