কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি, সাবেক এমপিসহ ৩৭৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশকালঃ ২৪ আগu ২০২৪ ০৪:১০ অপরাহ্ণ ৬৪৭ বার পঠিত
কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি, সাবেক এমপিসহ ৩৭৬ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা প্রেস
কুমিল্লা প্রতিনিধি:-


কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনাসহ ৩৭৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

গত ৩ আগস্ট, কুমিল্লা জিলা স্কুলের সামনে এক বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর আসামিরা অতর্কিতভাবে গুলি চালায় এবং হামলা চালায়। এই ঘটনায় একাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়।
 

আহতদের একজনের বাবা, আফছার আবদুল হাসিব, শুক্রবার রাতে কোতয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় বাহারকে প্রধান আসামি করা হয়েছে।
 

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানিয়েছেন, মামলার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।