সেনাবাহিনী ঝালকাঠিতে আমির হোসেন আমুর ভস্মীভূত বাসভবন থকে ৪ কোটি টাকা উদ্ধার

প্রকাশকালঃ ০৬ আগu ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ ৬৬৯ বার পঠিত
সেনাবাহিনী ঝালকাঠিতে আমির হোসেন আমুর ভস্মীভূত বাসভবন  থকে ৪ কোটি টাকা উদ্ধার

ঢাকা প্রেস নিউজ


ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেনাবাহিনী ও পুলিশ প্রায় চার কোটি টাকা এবং বিদেশি মুদ্রা উদ্ধার করেছে।

 

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক জানিয়েছেন, সোমবার রাতে শহরের রোনালস রোডে অবস্থিত আমুর বাসভবন থেকে এই টাকাগুলো উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারপ্রধান শেখ হাসিনা পদত্যাগের পর বিক্ষুব্ধ জনতা আমুর বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
 

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর সময় পানি নিক্ষেপ করলে কয়েকটি পোড়া লাগেজ থেকে টাকার বান্ডেল বেরিয়ে আসে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে ওই টাকাগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত টাকার মধ্যে অক্ষত এক কোটি টাকা এবং আংশিক পোড়া দুই কোটি ৭৭ লাখ টাকা রয়েছে। এছাড়া বিভিন্ন দেশের প্রায় এক কোটি টাকা মূল্যমানের মুদ্রাও উদ্ধার করা হয়েছে।

 

এই ঘটনার পর থেকে ঝালকাঠিতে উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতাদের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে এবং অগ্নিসংযোগ করেছে। আজ মঙ্গলবার বিএনপি ও সহযোগী সংগঠন এবং শিক্ষার্থীরা শহরে বিজয় মিছিল করেছে।