মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রনন অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক ঈশ্বরগঞ্জ থানাধীন গালাহার সীমান্ত বাজার ও মাইজবাগ বাজার এলাকায় ১ মার্চ শনিবার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (১৯৪০+১৩২০)=৩২৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৩ টি মোবাইল সেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অতঃপর উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়।