বিয়ের প্রলোভনে ধর্ষণ, গার্মেন্টস কর্মীকে নিয়ে নৃশংসতা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ অক্টোবর ২০২৪ ০৮:১৬ অপরাহ্ণ   |   ৫২২ বার পঠিত
বিয়ের প্রলোভনে ধর্ষণ, গার্মেন্টস কর্মীকে নিয়ে নৃশংসতা

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


 

নগরীর গার্মেন্টস শিল্পাঞ্চলে কর্মরত এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ মোহাম্মদ শফিউল আলম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
 

র‌্যাব-৭ সূত্র জানায়, ভুক্তভোগী তরুণী চাঁন্দগাও এলাকার বাসিন্দা এবং একজন গার্মেন্টস কর্মী। গত বছর জানুয়ারিতে চাকরির সূত্রে শফিউল আলমের সাথে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শফিউল আলম তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে একসাথে থাকতে শুরু করে। কিন্তু পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণীকে ধর্ষণ করে।
 

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে র‌্যাব-৭ একটি অভিযান চালিয়ে শফিউল আলমকে চাঁন্দগাও এলাকা থেকে গ্রেপ্তার করে।