মিয়ানমার সংঘাত থেকে টেকনাফে আবারও এসে পড়ল গুলি, সিআইসি অফিসের জানালায়
প্রকাশকালঃ
২৪ এপ্রিল ২০২৪ ০৫:৫৫ অপরাহ্ণ ২১৬ বার পঠিত
গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে মিয়ানমারের রাখাইন থেকে আসা একটি গুলি টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সিআইসি অফিসের জানালার শওকতে এসে পড়ে।
ধারণা করা হচ্ছে মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি (এএ) ও আরও একটি বিদ্রোহী সশস্ত্র গ্রুপের সাথে সেনাবাহিনীর সংঘাতের ফলে এই গুলি এসে পড়েছে। সিআইসি অফিসের জানালার শওকতে গুলির আঘাতে ছিদ্র হয়েছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা মিয়ানমার সীমান্তের ওপারে চলমান সংঘাতের বিকট শব্দে ভীত ও বিরক্ত।
এর আগেও গত তিন মাস আগে মিয়ানমার রাখাইনের সংঘাত থেকে ঘুমধুম-উখিয়া ও টেকনাফ সীমান্তে মর্টারশেল ও গুলি এসে পড়েছিল। বাংলাদেশ সরকার সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করেছে এবং স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।