ছুরিকাঘাতে নিহত পারভেজের পরিবার নিরাপত্তাহীনতায়: অভিযোগ ছাত্রদল সভাপতির

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ এপ্রিল ২০২৫ ০৭:৫৭ অপরাহ্ণ   |   ১০৪ বার পঠিত
ছুরিকাঘাতে নিহত পারভেজের পরিবার নিরাপত্তাহীনতায়: অভিযোগ ছাত্রদল সভাপতির

ময়মনসিংহ প্রতিনিধি:-


 

রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।
 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া পাঠকবাড়ীতে পারভেজের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি।
 

তিনি বলেন, “পারভেজের পরিবারের সদস্যদের অজ্ঞাতনামা নম্বর থেকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। তার ছোট বোন মাইলস্টোন কলেজের ছাত্রী; তিনিও নিরাপত্তাহীনতায় রয়েছে। পরিবারটি আমাদের কাছে নিরাপত্তা চেয়েছে।”
 

রাকিবুল ইসলাম আরও বলেন, “নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা বনানী থানা ও ভালুকা মডেল থানাকে বিষয়টি অবহিত করেছি। পারভেজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদলের সব স্তরের নেতাকর্মী পাশে থাকবে।”
 

তিনি অভিযোগ করেন, “গত সাড়ে আট মাসে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আমরা সন্দেহ করছি, নির্দলীয় সরকারের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কি না।”
 

এর আগে, কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের ভালুকায় আগমন উপলক্ষে উপজেলার কালারমাস্টার এলাকায় স্থানীয় ছাত্রদল নেতা শরিফ আহমেদের নেতৃত্বে তাদের স্বাগত জানানো হয়। পরে ভালুকা উপজেলা ছাত্রদলের ব্যানারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পারভেজের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এ মিছিলে কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।
 

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল রাজধানীর বনানীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ।