৬ বছর দেশে ফিরতে পারেননি আয়ুব ভিসা জটিলতায় অবশেষে ফিরলো লাশ হয়ে
প্রকাশকালঃ
১৫ জুন ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ ২৫৯ বার পঠিত
ভিসা জটিলতার কারণে দীর্ঘ ছয় বছর দেশে ফিরতে পারেননি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আয়ুব খান। অবশেষে লাশ হয়ে দেশে ফিরছেন রাউজানের এই রেমিট্যান্সযোদ্ধা।
ইসলামী নবজাগরণ সংগঠনের মহাসচিব মাওলানা মঈনুদ্দীন বলেন, ‘গত ৫ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। তার লাশ দেশে প্রেরণে আইনগত ও যাবতীয় ডকুমেন্ট ক্লিয়ারেন্সে সহায়তা করেছে বুর্জ খলিফা ট্রাভেল এজেন্সি এবং আর্থিক সহায়তা ও ব্যবস্থাপনায় ছিল ইসলামী নবজাগরণ সংগঠন বাংলাদেশ আরব আমিরাত শাখা।’
গতকাল ১৪ জুন বুধবার বাদে আসর দুবাইস্থ সোনাপুরে (মুহাইসানাহ) ইসলামী নব-জাগরণ সংগঠনের সহসভাপতি মাওলানা আবু দারদা মাসুমের ইমামতিতে আয়ুব খানের জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম এয়ারপোর্টে পৌঁছবে আয়ুব খানের মরদেহ।
বিমানবন্দরসহ আয়ুব খানের মরদেহ দেশে পাঠানোর কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী নবজাগরণ সংগঠনের মহাসচিব মাওলানা মঈনুদ্দীন, প্রবাসে অবস্থানরত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীরা।
মৃত আয়ুব খান রাউজান উপজেলার ৭ নম্বর রাউজান সদর ইউনিয়নের খলিলাবাদ গ্রামের নাতোয়ান বাগিচা এলাকার শের মোহাম্মদ খানের ছেলে।