মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় শুক্রবার রাতে বাড়িতে ঢুকে হাবিবুল হুদা চৌধুরী (৬০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আরও দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের ছেলে অ্যাডভোকেট আবিদুল হুদা অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সঙ্গে তাদের পরিবারের সংঘর্ষ চলছিল। শুক্রবার দুপুরে জমি নিয়ে বিরোধের ফলস্বরূপ কয়েক দফা সংঘর্ষ হয়। তারাবি নামাজের পর ২০-২৫ জন সশস্ত্র, মুখোশধারী হামলাকারী হাবিবুল হুদা চৌধুরীর বাড়িতে আক্রমণ করে। এই সময় তারা তাকে গুলি করে। দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই দিন কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
ওসি মছিউর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, জমি বিরোধের কারণে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।