পেশাজীবি পরিষদের উদ্বেগ প্রকাশ: চট্টগ্রামে ১৩ মাসে খুন ১৬ জন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৫ ০৫:০০ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
পেশাজীবি পরিষদের উদ্বেগ প্রকাশ: চট্টগ্রামে ১৩ মাসে খুন ১৬ জন

ডেস্ক রিপোর্ট:-


 

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, চট্টগ্রাম গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে, রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল, আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে গত ১৩ মাসে চট্টগ্রামে ১৬ জন খুন হয়েছেন। 


এর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর দ্বন্দ্বে বাকিদের মৃত্যু হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

সোমবার (৯ নভেম্বর) সকালে এক যৌথ বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী এসব তথ্য তুলে ধরেন।
 

বিবৃতিতে তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রামে এ ধরনের সহিংসতার ঘটনা রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। বিশেষ করে নির্বাচনী প্রচারণা শুরুর আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
 

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক কয়েকটি খুনের ঘটনায় নগরবাসী আতঙ্কে রয়েছে। তার মধ্যে গত ২৭ অক্টোবর রাতে বাকলিয়ার এক্সেস রোডে ব্যানার টানানোকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. সাজ্জাদ (২২); এ ঘটনায় আহত হন আরও অন্তত ১৪ জন। ৫ নভেম্বর সন্ধ্যায় পাঁচলাইশ চালিতাতলী এলাকায় বিএনপি প্রার্থীর গণসংযোগ চলাকালে সন্ত্রাসী হামলায় নিহত হন সরোয়ার হোসেন বাবলা। সবশেষ ৭ নভেম্বর রাতে হালিশহর মাইজপাড়া এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন মো. আকবর (৩৫)।
 

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, চট্টগ্রাম অবিলম্বে এই হত্যাকাণ্ডগুলোর নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।