ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব, নিহত ১৮

প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৪ ০৫:১৪ অপরাহ্ণ ০ বার পঠিত
ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব, নিহত ১৮

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে শ্রীলঙ্কায় ১৫ জন এবং ভারতে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) রাতে শ্রীলঙ্কা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ব্যাপক তাণ্ডব চালায় এই ঘূর্ণিঝড়। পরে রোববার (০১ ডিসেম্বর) সকালে এটি শক্তি হারিয়ে লঘুচাপে পরিণত হয়।
 

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত ১১টার দিকে ঘূর্ণিঝড় ফিনজাল স্থলভাগে আঘাত হানে। এর প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরীতে ভারি বৃষ্টি শুরু হয়। চেন্নাইয়ে ব্যাপক বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ট্রেন চলাচল ও ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হয়, এমনকি বিমানবন্দরও বন্ধ ঘোষণা করা হয়।
 

চেন্নাইয়ে বৃষ্টির কারণে বিদ্যুতায়িত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
 

অপরদিকে, শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে ১০ জনই পূর্বাঞ্চলে মারা যান।
 

ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ফিনজাল এখন দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে, তবে চেন্নাইয়ে বৃষ্টি থামছে না। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ কর্নাটক এবং কেরালায় আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া, রোববার অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।