ঢাকা প্রেস
সৈয়দ মোঃ কায়সার,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এখন সাজ সাজ রব,সংস্কারের ফলে স্টেডিয়ামের অনেক কিছুতেই এসেছে পরিবর্তন,স্থাপিত হয়েছে শহীদ আবু সাঈদ কর্নার,সব মিলিয়ে জহুর আহমদ স্টেডিয়াম যেন নতুন এক স্টেডিয়ামে পরিণত হয়েছে,তেমনই নতুন এক আবহে বিপিএলের চট্টগ্রাম পর্বের পর্দা উঠছে আজ।
গত ৩০ ডিসেম্বর ঢাকায় যাত্রা শুরু করা এবারের বিপিএল সিলেট ঘুরে এসেছে চট্টগ্রামে,আজ দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল পরস্পরের মোকাবেলা করবে,সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক চিটাগাং কিংস এবং খুলনা টাইগার্স।
এবারের বিপিএলের চট্টগ্রাম পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে স্বাগতিক চিটাগাং কিংস খেলবে সর্বোচ্চ ৫টি ম্যাচ,আগামী ২৩ জানুয়ারি খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স ম্যাচ দিয়ে শেষ হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব,এরই মধ্যে ঢাকা এবং সিলেট পর্ব শেষে পয়েন্ট তালিকার সবার উপরে রংপুর রাইডার্স। ৭ ম্যাচের ৭টিতেই জিতেছে তারা। দ্বিতীয় স্থানে থাকা চিটাগাং কিংস ৪ ম্যাচ খেলে জিতেছে ৩টিতে। তৃতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল। তারা ৫ ম্যাচ খেলে জিতেছে ৩টি ম্যাচে। তাদের পয়েন্টও চিটাগাং এর সমান ৬। চতুর্থ স্থানে থাকা খুলনা টাইগার্সের পয়েন্ট ৪। ৫ ম্যাচের দুটিতে জিতেছে তারা। আজকের প্রথম ম্যাচের দুই প্রতিপক্ষ ঢাকা এবং বরিশালের এটি প্রথম মোকাবেলা। ৭ ম্যাচের একটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার নিচে ঢাকা। তবে আগের ম্যাচে দুর্দান্ত খেলেছে দলটি। তাই আজকের ম্যাচে বরিশালকে হারিয়ে পয়েন্ট তালিকার আরো উপরে উঠতে চায় লিটন দাসের দল। আগের ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করেছেন লিটন। আজকের ম্যাচেও তাই জয়ের ধারায় থাকতে চাইবে তারা। অপরদিকে তামিম ইকবালের বরিশাল দুর্দান্ত দল নিয়ে বিপিএল খেলতে এলেও প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না। এরই মধ্যে দুটি ম্যাচে হেরে গেছে তারা। আর সে দুটিই ম্যাচই রংপুরের বিপক্ষে। তাই জয়ের ধারায় থাকতে চাইবে তামিমরাও।
দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিক চিটাগাং। প্রতিপক্ষ খুলনা টাইগার্স। দুদলের অবস্থানটা ঠিক বিপরীত। চিটাগাং যেখানে টানা তিন ম্যাচে জিতেছে সেখানে খুলনা হেরেছে টানা তিন ম্যাচে। চিটাগাং নিজেদের মাঠে যেমন জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে তেমনি খুলনা চাইবে জয়ে ফিরতে। নিজেদের দর্শকদের সামনে এরই মধ্যে পাঁচটি ম্যাচেই জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে স্বাগতিক চিটাগাং কিংস। আর সেজন্য আজকের প্রতিপক্ষ খুলনার বিপক্ষে জয় ছাড়া আর কিছু ভাবতে চায় না চিটাগাং। গতকাল অবশ্য অনুশীলন করেনি স্বাগতিকরা। তবে ঢাকা, বরিশাল এবং খুলনা তিন দলই অনুশীলন করেছে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। সবারই লক্ষ্য জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করা। কারণ রংপুর ছাড়া বাকি কারো এখনো শেষ চারের পথ মসৃণ নয়। তাই লড়াইটা যে চট্টগ্রামেই জমবে সেটা বলা যায় নিশ্চিত করে। তবে মাঠের লড়াই আসল কথা। সে মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণ করতে মরিয়া প্রথম দিনের চার দল।